প্লেন চালানো নিয়ে নিশীথকে নাক গলাতে হবে না,খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু করছেন: রবীন্দ্রনাথ ঘোষ।

0
215

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – ফের কোচবিহারের আকাশপথে উড়তে চলেছে বিমান। উড়িষ্যার ভুবনেশ্বর, জামশেদপুর -কলকাতা হয়ে কোচবিহারের বিমানবন্দরে এসে পৌঁছবে ওই বিমান। একথা জানান দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।যদিও নিশীথের এই বক্তব্যের পর তৃণমূলের প্রতিক্রিয়া,‘‘খুব শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার বিমানবন্দর থেকে কলকাতায় বিমান পরিষেবা চালু করবেন।’’

এদিন নিশীথের বক্তব্যের জবাবে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান,’নিশীথের কাছে নতুন কোনো গল্প নেই তো, তাই পঞ্চায়েত ভোটের আগে নতুন গল্প করছে। ১৯ এর নির্বাচনের আগে নিশীথ প্রামাণিক যে প্রতিশ্রুতি দিয়েছে নারায়ণী সেনা গঠন করে যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করবে সেটা আগে করুক এবং নিউ কোচবিহারে স্পোর্টস হাভের ঢালাও উদ্বোধন করেছিলেন সেটার কাজ আগে শুরু করুক। এয়ারপোর্টে প্লেন চালানো নিয়ে আর নিশীথকে নাক গলাতে হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু করবেন।’’