ফরাক্কায় নির্মীয়মান দ্বিতীয় সেতুর কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল।

0
146

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ–ফরাক্কায় নির্মীয়মান দ্বিতীয় সেতুর কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল। এই সেতুর কাজ শেষ হওয়ার সময়সীমা ছিল ২০২১ সালের ডিসেম্বর মাসে। কিন্তু ২০২০ সালে সেতুর নির্মাণ কাজ চলাকালীন দুই ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়। এজন্য এবং করনাকালের প্রায় দু বছর সেতুর কাজ বন্ধ ছিল। এখন ২০২৪ সালের জুন মাসে কাজ শেষ করার সময়সীমা দেওয়া হয়েছে। এদিন সেতু তৈরির কাজ পরিদর্শন করে ওই সময়সীমার অন্তত ছ’মাস আগে কাজ শেষ করা যায় কিনা এ ব্যাপারে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন।