বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস।

0
155

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস। আজ এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় গোটা দেশ জুড়ে। বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস। কিন্তু এই স্বামীজির জন্ম দিবস একটু অন্যরকম ভাবে পালন করলেন বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান। যুব সমাজের নবজাগরণের পথিক স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে বর্ধমান শহরের 18 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা এমসিআইসি প্রদীপ রহমানের উদ্যোগে কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন রকম সংস্কৃতি অনুষ্ঠান এবং স্বামী বিবেকানন্দের জীবনী সম্পর্কে এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিশেষ আলোক পাত করা হবে। ক্যামেরার মুখোমুখি হয়ে বর্ধমান পৌরসভার এম সি আই সি প্রদীপ রহমান বলেন, প্রতিবছর আমরা যুব সমাজের নবজাগরণের পথিকৃৎ স্বামী বিবেকানন্দের জন্ম দিবস এইভাবেই পালন করে থাকি। শুধুমাত্র স্বামীজি নয় আমাদের এই ১৮ নম্বর ওয়ার্ডে মহান ব্যক্তিত্বদের জন্ম দিবস পালিত হয় প্রতি বছর। তাই এ বছর কচিকাঁচাদের নিয়ে আমাদের এই স্বামীজীর জন্ম দিবস পালন।