দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। সারা বিশ্বে পালন করা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাই আজ তাঁর জন্মদিন উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত দুবরাজপুর গোশালায় সত্যানন্দ ইনস্টিটিউশনের পক্ষ থেকে কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথমে এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, সত্যানন্দ ইনস্টিটিউশনের প্রিন্সিপাল দীপক পৈতণ্ডী, শিক্ষিকা সুমনা চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন কেজি-টু থেকে অষ্টম শ্রেণির প্রায় ২০০ জন পড়ুয়া অংশ নেয় বসে প্রতিযোগিতায়। বসে আঁকো প্রতিযোগিতার বিষয় ছিল যেমন খুশি আঁকো। দুটি বিভাগে এই প্রতিযোগিতা হয়। ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যে এই আয়োজন।