সম্প্রীতির অভিনব নিদর্শন, সত্যপীরবার আস্তানায় চিঁড়ে খাওয়ার মিলন মেলা।

0
356

আবদুল হাই, বাঁকুড়াঃ আপনারা অনেক রকম মেলার কথা শুনে আসছেন। কিন্তু চিড়ে খাওয়ার অভিনব মিলনমেলার কথা শুনেছেন কেউ? এমনই এক মেলার সন্ধান পাওয়া গেল ইন্দাস ব্লকের হেয়াৎ নগর সত্যপীর বাবার আস্তানায়। এই মেলা অনেক পুরনো। কয়েকশো বছর ধরে এই মেলা আজও চলে আসছে। সত্য পির আস্থানা ইন্দাসের হেয়াৎনগর একটি জনপ্রিয় ধর্মস্থান। আশেপাশের গ্রামের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর মানুষ এই মেলায় সামিল হন। সব ধর্মের মানুষ একসাথে বসে দই – দুধ ফলমূল সহযোগে মহানন্দে চিড়ে খান। ছোটখাটো একটা মেলা ও বসে। ঘন্টা কয়েক কাটিয়ে আবার সকলে যে যার বাড়ি ফিরে যায়। আসলে চিঁড়ে খাওয়াটা গৌণ ব্যাপার, মূল উদ্দেশ্য হলো সাম্প্রদায়িক সমন্বয়। আমরা সব মানুষই ঈশ্বরের সন্তান, আমরা সকলেই সমান, একই বৃন্তে আমরা ফোটা নানান রঙ বেরঙের ফুল। আসলে ঈশ্বর এক, সব মানুষই সমান এই পরম সত্য কথাটি বোঝাবার জন্যই বহু যুগ আগে থেকে পন্ডিতরা এই মেলার আয়োজন করেছেন। এই মেলার একটা সামাজিক গুরুত্ব আছে। এই বিশ্ব নিখিলের মাঝে আমরা কেহ নহে পর, আমাদের এক আত্মা, এক দেহ,এক মন। কাজী নজরুল ইসলামের ভাষায়….”গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে, সব বাধা ব্যবধান।” সত্যিই এ এক মহামিলন মেলা।