আসন্ন মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তার জন্য জেলায় জেলায় ঘুরছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷

0
151

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা: আসন্ন মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তার জন্য জেলায় জেলায় ঘুরছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷ অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও এসেছেন পর্ষদ সভাপতি। গতকাল তিনি দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন। এরপর আজ বালুরঘাট সুবর্ণতটে জেলার শিক্ষক সংগঠনের একাধিক নেতৃত্বদের নিয়ে বিশেষ বৈঠক করেন তিনি। মূলত সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা যাতে সম্পন্ন হয় তার জন্য বৈঠক করেন তিনি। এর আগে ১৬ টি জেলা ঘুরেছেন৷ ১৭ নম্বর জেলা হল দক্ষিণ দিনাজপুর। এদিনের বৈঠকে মূলত কিভাবে পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু ভাবে সম্পন্ন করা সম্ভব এই বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রত্যেক স্কুলে কমপক্ষে তিনটি করে সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে। এছাড়াও এবার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য কোন পরীক্ষার্থী এক ঘন্টা পর খাতা জমা দিতেই পারেন, তবে সেক্ষেত্রে ওই পরীক্ষার্থীকে জমা দিতে হবে প্রশ্ন পত্র। প্রশ্ন পত্র জমা না দিলে তিনি পরীক্ষা কেন্দ্র থেকে বের হতে পারবেন না।