উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এমপি কাপ ফুটবল।

0
339

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- ভারতের প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যুব সম্প্রদায়ের জন্য খেলো ইন্ডিয়াকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট কে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা যায়। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে দেখা যায় পায়ে বল নিয়ে গোল পোস্টে গোল দিয়ে এই খেলার উদ্বোধন করতে। জেলা ব্যাপী এই খেলা কে কেন্দ্র করে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ফুটবল খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ। উত্তর দিনাজপুর জেলার করন দীঘি বিধান সভার করন দীঘি হাই স্কুল মাঠে এম পি কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় কালিয়াগঞ্জ গোবিন্দপুর একাদশ রায়গঞ্জ টাউন ক্লাব একাদশকে ট্রাই বেকারে এক গোলে হারিয়ে এম পি কাপে চ্যাম্পিয়ন হন। ফাইনাল খেলার উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলে লাথি মারে ফাইনাল খেলার সূচনা করেন। দেবশ্রী চৌধুরী বলেন কেন্দ্রীয় সরকার যুবক যুবতীদের শরীর চর্চার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলা যাতে ফুটবল খেলায় একটা জায়গা করে নিতে পারে সে ব্যাপারে সবরকম সাহায্যের আশ্বাস দেন।পুরস্কার বিতরনী সভায় উপস্থিত ছিলেন বি এস এফের ডি আই জি কুলবন্ত রায় শর্মা,বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার,ডি ডি এম নবার্ড গৌতম ঘোষ,বিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র পাল,বিজেপির কালিয়াগঞ্জ পৌর সভার কমিশনার গৌতম বিশ্বাস,বিজেপির করণদীঘির ৫ মণ্ডল সভাপতি সহ বিজেপির করণ দীঘির কর্মকর্তারা।জানা যায় ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল কালিয়াগঞ্জ গোবিন্দপুর একাদশকে ট্রফির সাথে প্রাইজ মানি হিসাবে ২৫ হাজার এবং রানার্স দল রায়গঞ্জ টাউন একাদশকে ১৫ হাজার নগদ পুরস্কার হিসাবে দেওয়া হয়।