জেলার বিভিন্ন জায়গার সাথে মালদহের হবিবপুর ব্লকের আইহো পালিত হলো স্বামী বিবেকানন্দর জন্মদিবস।

0
181

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —জেলার বিভিন্ন জায়গার সাথে মালদহের হবিবপুর ব্লকের আইহো পালিত হলো স্বামী বিবেকানন্দর জন্মদিবস।স্বামী বিবেকানন্দের মহারাজের ১৬১ তম আবির্ভাব তিথি পালন,এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দ মহারাজের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার সন্ধ্যা হবিবপুর ব্লকের আইহো বক্সীনগর এলাকায়।এদিন মূর্তি উন্মোচন মধ্য দিয়ে এলাকার নামকরণ করা হয়,বিবেকানন্দ পল্লী।এদিন কচিকাচাদের নিত্য পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান অংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও সুপ্রতিক সাহা,আইহো গ্রাম পঞ্চায়েতের সদস্য অমৃত হালদার,বিশিষ্ট সমাজসেবী মৃগাঙ্ক মোহন রায়, বিশিষ্ট সমাজসেবী সৌগত সরকার,সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।উপস্থিত ব্যক্তিদের বরণ করার পরে হবিবপুর এর বিডিও হাতে মূর্তির উন্মোচন করা হয় প্রথমে আবক্ষ মূর্তি তে মাল্যদান ও পুষ্প অর্ঘ্য নিবেদন মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এবিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য অমৃত হালদার বলেন আজ স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করা হল তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠান আমরা প্রতিবছরই চালিয়ে যাব।