ধান ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি যাওয়া ষাট হাজার টাকা সহ তিন জন গ্ৰেফতার।

0
145

আবদুল হাই, বাঁকুড়াঃ এক ধান ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় নগদ প্রায় ষাট হাজার টাকা সহ তিন জনকে গ্রেফতার করলো পুলিশ। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার সারেঙ্গা থানার পুলিশ অজয় কিস্কু, শ্যামল হেমব্রম ও হাকিম মুর্ম্মু নামে তিন জনকে গ্রেফতার করে।
শুক্রবার খাতড়ার এস.ডি.পি.ও কাশীনাথ মিস্ত্রী এই খবর জানিয়ে বলেন, ঐ দিন রাতে রাইপুর থানার মণ্ডলকুলী গ্রাম পঞ্চায়েতের কেন্দাপাড়া গ্রামের ধান ব্যবসায়ী জনৈক কানাই মণ্ডলের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই খবর পাওয়ার পর রাতেই ঐ এলাকার নাকা পয়েন্ট গুলিতে নিরাপত্তা জৌরদার করা হয়। পরে সারেঙ্গা থানার কংসাবতী নদীর কাটলদা ঘাটের কাছে দু’টো বাইক সহ তিন জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ষাট হাজার টাকা নগদ, কানাই মণ্ডলের খোয়া যাওয়া কিপ্যাড মোবাইল সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। পরে রাতেই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ঐ দলে আরো দু’জন ছিল। তাদের খোঁজে তল্লাশী শুরু হয়েছে। পাশের পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানা এলাকার বাসিন্দা ধৃত ঐ তিন জনকে এদিন খাতড়া মহকুমা আদালতে তোলা হচ্ছে বলে তিনি জানান।