পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আইসিডিএসয়ের রান্না করা খিচুড়িতে টিকটিকি,চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মাইসরা এলাকায়, শুক্রবার সকালে শ্যামপুর আইসিডিএস স্কুলের রান্না করা খিচুড়িতে দেখা যায় টিকটিকি। আর মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে গেল গোটা এলাকায়। স্থানীয় অভিভাবক অভিভাবিকা অভিযোগ করেন যে ৯১ জন ছাত্রছাত্রীর রান্না হয়,যেখানে সেখানে কোন বৈদ্যুতিক ইলেকট্রিক নেই অন্ধকারে রান্না করা হয়। আজ দেখা যায় রান্না করা খিচুড়িতে টিকটিকি আর সেই রান্না করা খাদ্য সমস্ত ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয়। ইতিমধ্যেই গ্রামে পৌঁছেছে মেডিকেল টিম তবে এখনো কোন ছাত্র-ছাত্রী অসুস্থতার খবর পাওয়া যায়নি তবে ইতিমধ্যে গ্রামে ছড়িয়েছে আতঙ্ক। এই সম্বন্ধে আইসিডিএস স্কুলের রন্ধনকারী রশনারা বিবি জানান ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরকে।
Home রাজ্য দক্ষিণ বাংলা পাঁশকুড়ার শ্যামপুর আইসিডিএস স্কুলের রান্না করা খিচুড়িতে দেখা যায় টিকটিকি, চাঞ্চল্য।