প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের সমস্যা জলের অন্যের বাড়ি থেকে জল এনে চলছে মিডডে মিলের রান্না এবার জল না হলে মিডডে মিল বন্ধের নিদান প্রধান শিক্ষকের বর্ধমানে।

0
140


পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব বর্ধমান জেলার পাল্লারোড নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে জলের সমস্যা দীর্ঘদিনের।বিকল হয়ে পরে রয়েছে হাতকল,প্রতিবেশি ও অন্যের বাড়ি থেকে জল এনে চলছে মিডডে মিল ।কারন সংশ্লিষ্ট কর্তিপক্ষের উদাসিনতার জেরে যথেষ্ট সমস্যার মধ্যে পরতে হচ্ছে দীর্ঘদিন শিক্ষক শিক্ষীকাদের। একাধিকবার আবেদনেও মেলেনি সাবমার্সিবেল।এবার হাতকল ঠিক না হলে মিডডে মিল বন্ধের নিদান প্রধান শিক্ষকের, শুক্রবার এমনি বক্তব্য দিলেন প্রধান শিক্ষক। তিনি আরো বলেন, জলের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে মিড ডে মিল। তাই ছাত্র-ছাত্রীদের নিয়ে বারবার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতি কে পর্যন্ত জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত হয়নি কোন সমাধান। তাই তিনি আর জি করেন যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য।