জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- লেপচা গানের বাংলা অনুবাদ করে গান গেয়ে কালিম্পংয়ে পুরস্কৃত জলপাইগুড়ির লোকসঙ্গীত শিল্পী দীপান্বিতা দেবনাথ। কালিম্পংয়ের মেলা গ্রাউন্ডে তাঁকে উত্তরীয় পড়িয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি স্মারক সহ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়। এই সম্মান পেয়ে খুব খুশি দীপান্বিতা। পেশায় স্কুল শিক্ষিকা দীপান্বিতা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে অনার্স নিয়ে স্নাতকোত্তর শিক্ষালাভ করেছেন। গত কয়েক বছরে বেশ কয়েকটি গানে নিজেই সুর দিয়েছেন তিনি। আগামীদিনে তাঁর লক্ষ্য প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। কালিম্পংয়ে তাঁর পুরস্কার পাওয়ার বিষয়টি নিয়ে বেশ খুশি দীপান্বিতার পরিবারের সদস্যরাও। দীপান্বিতা বলেন, ‘আমার মনপ্রাণ জুড়ে রয়েছে সঙ্গীত সাধনা। আগামীদিনে সঙ্গীত নিয়ে তাঁর আরও বড় কিছু ভাবনা রয়েছে বলে জানান।
Home রাজ্য উত্তর বাংলা লেপচা গানের বাংলা অনুবাদ করে গান গেয়ে কালিম্পংয়ে পুরস্কৃত জলপাইগুড়ির লোকসঙ্গীত শিল্পী...