বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ করার প্রস্তাব দিয়েছে অভিষেকের দূতরা: বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়ক সুশীল বর্মনের।

0
362


কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে মাথাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীল বর্মনকে নিজেদের দলে যোগদান করানোর চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। বিধায়ক সুশীল বর্মনের বাড়িতে গিয়ে তৃণমূলের দূতরা তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূতরা তৃণমূল যোগ দেওয়ার কথা জানান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে বলেন। যদিও বিজেপি বিধায়ক তার দূতদের উল্টো বিজেপিতে যোগ দেওয়ার কথা বলেন বিধায়ক।

সুশীল বর্মনের অভিযোগ,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূতরা আমার বাড়িতে এসেছিল। বলেছে তৃণমূল কংগ্রেসের যোগদানের কথা। পাশাপাশি অভিষকে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলে ওই দূতরা। আমি জানিয়েছি যখন বিজেপি ভারতে ক্ষমতায় আসে নি তখন থেকে আমি বিজেপি করি। এখন আমরা বাংলায় প্রধান বিরোধী দলে রয়েছে। মানুষ ভোট দিয়ে আমাকে বিধায়ক বানিয়েছে। তাই আমি কেন তৃণমূলে যাবো। আমি উল্টো তাদের দূতকে আমাদের দলে আসার আহ্বান জানিয়েছি।