মাইশোরা থেকে শ্যামপুর যাওয়ার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে,সারাইয়ের দাবিতে রাস্তা অবরোধ ছাত্র-ছাত্রীদের।

0
234

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার মাইশোরা থেকে শ্যামপুর যাওয়ার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে, এই নিয়ে একাধিকবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোন সুরাহা ।শুধুমাত্র মাইসোরা থেকে শ্যামপুর নয় মাইসোরা অঞ্চলের আরো দুটি রাস্তার অবস্থা বেহাল। প্রায় সময়ই ঘটে ছোটখাটো দুর্ঘটনা।এই তিনটি রাস্তা দিয়েই ছাত্রছাত্রীসহ একাধিক মানুষকে যাতায়াত করতে হয়। বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী স্কুলে যাওয়ার পথেই পড়ে গিয়ে ঘটেছে একাধিক দুর্ঘটনা। তাই রাস্তা সারাইয়ের দাবিতে এবার পথে বসে পথ অবরোধ করলো স্কুল ছাত্র ছাত্রীরা। তাদের দাবি বেশ কয়েক বছর ধরে স্কুলে যাওয়ার এই তিনটি রাস্তার বেহাল অবস্থা প্রায়সময়ই তারা পড়ে গিয়ে ঘটে ছোটখাটো দুর্ঘটনা। স্কুলে যেতে প্রচন্ড অসুবিধা হয়, তাই বাধ্য হয়েই আজ স্কুলের পোশাক পরেই পথ অবরোধ করতে বাধ্য হলাম। বেশ কয়েক ঘন্টা ধরেই চলে অবরোধ এই অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়।এই অবরোধের নেতৃত্ব দেয় ছাত্র-ছাত্রীদের টিউশনের শিক্ষক সেক ইমরান সহ আরো বেশ কয়েকজন শিক্ষকরা। একেবারে ভিন্ন ধরনের বিক্ষোভ অবরোধের সাক্ষী থাকলো মাইসোরাবাসী। বই খাতা নিয়েই অবরোধে বসলেন ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত রাস্তা মেরামতির কাজ শুরু হয় ততক্ষণ পর্যন্ত এই অবরোধ তারা চালিয়ে যাবে। ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া থানার বিডিও ও পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী তারা এসে ছাত্র-ছাত্রীদের প্রতিশ্রুতি দেয় এবং অবরোধ তুলে দেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।