আবদুল হাই, বাঁকুড়াঃ শীতকাল মানে নলেন গুড়ের রসদ, পিঠে পুলি উৎসব, মকর সংক্রান্তি সবকিছু মিলেমিশে যেন একাকার। তবে এখনো অনেক প্রত্যন্ত গ্ৰামের মানুষ আছে যারা শীতকালকে স্বাগত জানাতে চায় না। কারণ আসলে নেই তাদের বাড়ি শীতকালে পরার মতো বস্ত্র। কিন্তু কিছু সুহৃদয় ব্যাক্তি সেই সব মানুষদের পাশে এসে দাঁড়ায়। এবং তুলে দেন কম্বল, শীতবস্ত্র থেকে অনেক কিছুই। আমাদের ক্যামেরায় উঠে এল এ রকম একটি চিত্র বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের শিউলিপাহাড়ি গ্রামে। কলকাতার পূর্ব যাদবপুর থানায় কর্মরত জিয়াউল আনসারী শিউলি পাহাড়ি গ্রামে এসে পৌষ পার্বণে কচিকাঁচাদের নতুন বস্ত্র ,কেক কিছু মানুষের হাতে কম্বল তুলে দিলেন। এই গ্ৰামের দুরাবস্থা দেখে উনার কোমল হৃদয়কে নাড়া দেয়। পৃথিবীতে জিয়াউল আনসারী বাবুর মত কিছু মানুষ আছেন বলেই পৃথিবীটা আজও সুন্দর।মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক।