রাজবাড়ী ঘুরে দেখলেন সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

0
327

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাজবাড়ী ঘুরে দেখলেন সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি কোচবিহার রাজবাড়ীতে যান। সেখানে গিয়ে রাজবাড়ীর ভিতরে কোচবিহারের রাজার পরিবারের বিভিন্ন ছবি দেখেন এবং রাজ আমলের দেব দেবীর সম্পর্কে জানার চেষ্টা করেন। এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়, কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক তথা কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে, বিরাজ বোস সহ অনেকে।

এদিন কোচবিহার রাজবাড়ী ঘুরে দেখে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,,কোচবিহার রাজবাড়ীর ভিতরে যে ঐতিহ্য রয়েছে সেগুলো বাংলার মানুষ শুধু নয় গোটা ভারত বর্ষের মানুষের দেখা উচিত। কারণ কোচবিহার রাজ্য বহু প্রাচীন ও ঐতিহ্য বিশ্ববীর চিলা রায়,নৃপেন্দ্র নারায়ণ থেকে শুরু করে এরকম বহু মহারাজ এসেছিল তারা এখানে রাজত্ব করতো বা দেখভাল করতো তাদের যে ঐতিহ্য রয়েছে তা ভারতবর্ষের সামনে তুলে ধরা প্রয়োজন। আমি মাননীয় মন্ত্রীর জি কৃষাণ বেড্ডির সাথে আমার আজ সকালে কথা হয়েছে। উনি অনেকে আগ্রহ প্রকাশ করেছেন এবিষয়ে কাজ করার জন্য। কিছু ফান্ড ও দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা এখানে কর্মচারী আছেন যারা আরকলোজিক্যাল সার্ভের সাথে যুক্ত তাদের কাজ কর্মের কোন গতি নেই দলে জানান তিনি।