কলকাতার পূর্ব বিধাননগর থানায় ভুয়ো প্রাথমিক চাকরিপ্রার্থী গ্রেপ্তার হওয়ার ঘটনায় শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে।

0
1067

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতার পূর্ব বিধাননগর থানায় ভুয়ো প্রাথমিক চাকরিপ্রার্থী গ্রেপ্তার হওয়ার ঘটনায় শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। ধৃত প্রীতম ঘোষের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ইন্দ্র নারায়ণপুর এলাকায়।ধৃত প্রীতম ঘোষের বাবা শ্রীদাম চন্দ্র ঘোষ দাবি,তার ছেলে প্রীতম ঘোষ ২০১৪ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন,যার পরে প্রীতম পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলেন বলে দাবি তার বাবার কিন্তু সেই প্যানেলটি নিয়ে মামলা হয়।তার বাবার দাবি,প্রীতম সাত দিন আগে কলকাতায় তার মাসীর বাড়ি বেড়াতে যান।সেখানেই গত দুই দিন আগে তার ছেলের কাছে একটি মেইল আসে শিক্ষা পর্ষদ থেকে যে মাইল প্রিন্ট আউট করে আজ ইন্টারভিউ দিতে গিয়েছেন প্রীতম বলে জানিয়েছেন তার বাবা।সেখানে দীর্ঘক্ষণ ধরে প্রীতমের ডাক না পড়ায় সেই মাইলের কাগজ নিয়ে ভিতরের ঢুকতেই তার ছেলেকে ভুয়ো চাকরির প্রার্থীর অভিযোগ তুলে পুলিশ গ্রেপ্তার করেছেন বলে জানিয়েছেন প্রীতমের বাবা।ছেলে খুব শান্ত স্বভাবের ,বর্তমানে সে টিউশন পড়ায়।তার ছেলে চক্রান্তের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রীতমের বাবা শ্রীদাম ঘোষ।