গোপালের বনভোজন উপলক্ষ্যে সর্বস্তরের মানুষদের নিয়ে ওই গ্রামের মধ্যেই হরিনাম সংকীর্তনের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হল।

0
397

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—ঐতিহ্যময় বুলবুলচন্ডী মদন মোহন জিউর মন্দিরের উদ্যোগে হবিবপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত তাজপুর সংলগ্ন ভালুকবোনার প্রত্যন্ত গ্রামে গোপালের বনভোজন উপলক্ষ্যে সর্বস্তরের মানুষদের নিয়ে ওই গ্রামের মধ্যেই হরিনাম সংকীর্তনের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হল।রবিবার দুপুরে এই শোভাযাত্রায় ধামসা মাদল নিয়ে অগনিত আদিবাসীরাও অংশগ্রহন করেন।তারা খোল করতালের তালে হরির নাম কীর্তনে মেতে উঠে।নৃত্য প্রদর্শন করেন।এতে সবাই ভীষন খুশি হয়েছে।পরিক্রমার পর সবাইকে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়।মন্দিরের সেবায়েত প্রভুপাদ শ্রীমৎ গৌতম গোস্বামী প্রভু বলেন, সর্ব স্তরের মানুষকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।প্রতি বছর নানা স্থানে এই উৎসব করা হয়।