ফালাকাটা ও মাদারিহাট ব্লক লোকশিল্পী সমন্বয়ে জটেশ্বরে লোকসংস্কৃতি ও সংগীত মিলন মেলার প্রস্তুতি শুরু হলো।

0
211

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ও মাদারিহাট ব্লক লোকশিল্পী সমন্বয়ে জটেশ্বরে লোকসংস্কৃতি ও সংগীত মিলন মেলার প্রস্তুতি শুরু হলো। ইতিমধ্যে লোকশিল্পী ও লোকসংস্কৃতির সংরক্ষকদের নিয়ে একটি আলোচনা সভা করা হয়। ওই সভায় অনুষ্ঠানের পরিচালন কমিটি, সাংস্কৃতিক সাব কমিটি সহ বিভিন্ন কমিটি গঠন করা হয়। জানা গিয়েছে, আগামী ৫ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত জটেশ্বর তিন নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লোক সংগীতের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান হবে। চারদিন ব্যাপী ওই অনুষ্ঠানে হারিয়ে যাওয়া সংস্কৃতি, মেচ, রাভা, আদিবাসী নৃত‍্য সহ ভাওয়াইয়া সংগীত পরিবেশিত হবে।