উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- DYFI নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।দুষ্কৃতীদের উপযুক্ত শান্তির দাবি তুলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিবেকান্দ মোড়ে অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখালেন DYFI উত্তর এরিয়া লোকাল কমিটির সদস্যরা।
জানা যায়,শুক্রবার সন্ধ্যায় দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকার মাকাপোলি গ্রামের এরিয়া কমিটির সদস্য কৃষ্ণপদ টুডু। মাকাপোলি মোড়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা।মোট ৩টি গুলি লাগে তাঁর কাঁধে ও হাতে।রক্তাক্ত অবস্থায় কৃষ্ণপদ বাবুকে উদ্ধার করে প্রথমে বান্দোয়ান থানায় নিয়ে যায় সিপিএম কর্মীরা।পরে সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।বর্তমানে সেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।এই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করে বান্দোয়ান থানার পুলিশ।
কালিয়াগঞ্জ DYFI উত্তর এরিয়ার সম্পাদক রেজাকা আলি উরফে সমির জানান,কমরেড কৃষ্ণপদবাবু দলের অত্যন্ত সক্রিয় কর্মী।সম্প্রতি এলাকায় সিপিএম তৎপরতা বাড়িয়েছিল।এতেই এলাকার তৃনমূলের দুষ্কৃতীরা সহ্য করতে পারেননি।তার জেরেই শুক্রবার তাঁর উপরে তৃনমূলের দুষ্কৃতীরা হামলা চালায় প্রাণ নেওয়ার জন্য। এই কর্ম সুচি তে উপস্থিত হয়ে ছিলেন সুজয় সাহা , রুপক কুন্ডু, অসিত রঞ্জন দসস, অনুপন দত্ত, প্রভাত বর্মন, শিক্ষক নেতা অয়ন দত্ত সহ অনান।