নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাকদহ পুষ্প প্রদর্শনী ও কৃষি মেলা এবার ২৮তম বছরে পদার্পণ করলো ।এই মেলা চলবে ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত মেলা অনুষ্ঠিত হচ্ছে, চাকদহ নবারুণ সমিতির ময়দানে। এই এই কদিন নানা অনুষ্ঠানে ভরে থাকবে এই মেলা প্রাঙ্গণ যেমন গান বাজনা নাচ আবৃতি আঁকা প্রতিযোগিতায়। এই এই পুষ্প এবং কৃষি মেলায় ৯৫ প্লাস প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, বিভিন্ন জায়গা থেকে। এই মেলা কমিটির একটি বই প্রকাশ করেছেন এই বই পড়ে গাছ ফল ও ফুল গাছ লাগানো সহজ হবে বলে দাবি তাদের।