বর্ধমানের ইউআইটি কলেজে বিক্ষোভের সামিল পড়ুয়ারা।

0
166

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান ইউ আই টি কলেজের গেটে আজ বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। এমনকি প্রিন্সিপালসহ অধ্যাপকদের কলেজের ভেতরে ঢুকতে বাধা দেয় পড়ুয়ারা। জানা যায় যে, তিনজন পড়ুয়ার রেজিস্ট্রেশন না হওয়ায় তারা পরীক্ষায় বসতে পারবেন না। তাই তাই সমস্ত পড়ুয়ারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যতক্ষণ না কলেজ কর্তৃপক্ষ এই তিনজন পড়ুয়ার রেজিস্ট্রেশন কমপ্লিট করে তাদের পরীক্ষায় বসতে দিচ্ছে ততক্ষণ কোন ছাত্র বা ছাত্রী পরীক্ষায় বসবেন না। ক্যামেরার মুখোমুখি হয়ে এক ছাত্র বলেন, আমাদের তিনজনের রেজিস্ট্রেশন হয়নি তাই আমরা পরীক্ষায় বসতে পারবো না। কিন্তু আমরা কলেজের নির্ধারিত সময়ে সমস্ত রকম কলেজ ফী জমা দিয়েছি। তাই আজকে আমরা বিক্ষোভে সামিল হয়েছি। আমাদের মূল দাবি হলো আমাদের রেজিস্ট্রেশন করিয়ে পরীক্ষায় বসতে দিতে হবে এবং তার জন্য পরীক্ষার সিডিউল চেঞ্জ করতে হবে। ইউআইটি কলেজের প্রিন্সিপাল অভিজিৎ মিত্র তিনি জানান, হঠাৎই বর্ধমান ইউনিভার্সিটি তরফ থেকে আমার কাছে একটি চিঠি আসে যেখানে লেখা আছে এই তিনজন ছাত্রের রেজিস্ট্রেশন আটকে দেওয়া হয়েছে এবং একটি ইনকয়ারী কমিটি গঠিত হয়েছে। আমার কাছ থেকে যা যা ডকুমেন্টস ইনভারসিটি চেয়েছিল সব সমস্ত আমি কিছু পাঠিয়ে দিয়েছি। এখন আমি যাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটিতে যাতে এই সমস্যার সমাধান তাড়াতাড়ি করা যায়।