বাঁকুড়ার মানাচরে জয় কিষাণ আন্দোলনের উদ্যোগে কৃষকদের ট্রাক্টর র‍্যালি।

0
321

বাঁকুড়া, ১৬ জানুয়ারি ২০২৩: আজ সোমবার জয় কিষাণ আন্দোলনের বাঁকুড়া জেলা ইউনিটের উদ্যোগে মানাচরে স্থানীয় দাবি আদায়ের জন্য এক কৃষক ট্রাক্টর র‍্যালি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন জয় কিষাণ আন্দোলনের বাঁকুড়া জেলা সভাপতি ননী রায় ও অন্যান্য নেতৃবৃন্দ।

জয় কিষাণ আন্দোলনের বাঁকুড়া জেলা সভাপতি ননী রায় বলেন: “মানাচরের কৃষক ও সাধারণ গ্রামীণ মানুষদের সরকারি পরিষেবা পেতে সড়ক পথে প্রায় ৩৫ কিলোমিটার ঘুরে যেতে হয়। নৌকাপথে দামোদর নদী পেরতে প্রায় ৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে সারা দিন চলে যায়। প্রশাসনের কাছে বারংবার আবেদন করা সত্ত্বেও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই দাবি আদায়ের জন্য মানাচরে জয় কিষাণ আন্দোলনের কৃষক ট্রাক্টর র‍্যালির আয়োজন করেছে। প্রায় ৬০টি ট্রাক্টর নিয়ে মোট ১৮ কিলোমিটার জুড়ে স্থানীয় রাস্তা এবং রাজ্য সড়কের কিছুটা অংশ ঘিরে দেওয়া হয়। প্রশাসনের উদ্দেশ্যে কৃষকরা জানান, এটাই শেষ হুঁশিয়ারি। উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে এরপর রাস্তা অবরোধ করবেন কৃষকরা। ভোট যায় ভোট আসে, নেতারা ঘুমায় নাকে সর্ষের তেল দিয়ে। তাই জনগণ এই র‍্যালি করলো প্রশাসনকে সজাগ করতে।”

মিডিয়া সেল | জয় কিষাণ আন্দোলন
যোগাযোগ: ৮৩৩৬ ৯৩৯৩৯৩