শিব মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ।

0
386

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ধর্মচেতনা মানেই মানবকল‍্যাণ। মানুষের প্রয়োজনকে অনুভব। করার মধ‍্য দিয়েই সার্থক হয় সত‍্য-শিব-সুন্দরের উপাসনা। তাই শিব মন্দির দ্বারোদ্ঘাটন উপলক্ষে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রঞ্জনবাজার এলাকার বটতলা কালী মন্দিরের সদস্যরা। কালী মন্দিরের পাশে আজ একটি শিব মন্দিরের প্রতিষ্ঠাতা করা হয়। সেই শিব মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বুল্টি চক্রবর্তী, দুবরাজপুর থানার সাব ইন্সপেক্টর অভিষেক ঘোষ, বিশিষ্ট সমাজসেবী স্বরুপ আচার্য সহ বটতলা কালী মন্দিরের সদস্যগণ এবং বিশিষ্টজনেরা। এদিন এই মন্দির প্রাঙ্গণে নৃত্য প্রদর্শন করে ক্ষুদে নৃত্যশিল্পী। পাশাপাশি শিব মন্দির দ্বারোদ্ঘাটন উপলক্ষে দুবরাজপুর এলাকার শতাধিক গরিব ও দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয়। পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, এখানে এসে খুবই ভালো লাগল। কয়েকমাস আগে এখানকার সদস্যরা একটি কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারপর আবার শিব মন্দিরের প্রতিষ্ঠা করলেন। বহু ভক্তরা এখানে পুজো দিতে আসেন। তাই আমরা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে একটি নাটশালা তৈরি করে দেব। কারন এখানে তাঁরা নামগান করতে পারবেন।