আবাস যোজনা প্রকৃত ব্যক্তিদের ঘরের দাবিতে সিপিআইএমের পক্ষ থেকে নলপুর পঞ্চায়েতে ডেপুটেশন।

0
273

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সারা পশ্চিমবঙ্গে রাজনীতির শেষ নেই। প্রকৃত ব্যক্তিদের আবাস ঘর থেকে বঞ্চিত করে যারা একবার কিংবা দুবার ঘর পেয়েছে তাদের ঘর দেয়ার প্রতিবাদে আজ সাঁকরাইল ব্লকের নলপুর পঞ্চায়েতে সিপিএমের পক্ষ থেকে দশ দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয় প্রধানের কাছে। এলাকার রাস্তাঘাট উন্নয়ন ড্রেন পরিষ্কার, একশ দিনের কাজের টাকা সহ ১০ দফা দাবিতে গণস্বাক্ষর সহ ডেপুটেশন দেওয়া হয় সিপিএমের পক্ষ থেকে। প্রথমে পঞ্চায়েতের সামনে মাইকে পথসভা করে তারপর চারজন কর্মী পঞ্চায়েতের অফিসে প্রধানের কাছে ডেপুটেশন জমা দেন। মানিকপুর থানার প্রশাসন ছিল তৎপর। ডেপুটেশন পত্র জমা দিয়ে পথসভা শেষ করেন সিপিআইএম কর্মীবৃন্দরা।