ক্ষুদ্র চা-চাষিদের আরও বেশি সুবিধে দিতেই ১৫টি ওয়েদার স্টেশন বসানো হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলা‌য়।

0
1184

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ক্ষুদ্র চা-চাষিদের আরও বেশি সুবিধে দিতেই ১৫টি ওয়েদার স্টেশন বসানো হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলা‌য়। স্মার্ট অ্যাগ্রো প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তা নিয়ে ক্ষুদ্র চা-চাষিদের আরও বেশি প্রশিক্ষিত করে চা-চাষকে আরও লাভজনক করে তুলতেই এমন একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা-চাষি সমিতির কার্যালয়ে মঙ্গলবার ভোডাফোন আইডিয়া স্মার্ট অ্যাগ্রি প্রজেক্টের ট্রেনিং সেন্টার ও প্রকল্পের উদ্বোধন করেন জলপাইগুড়ি‌র জেলাশাসক মৌমিতা গোদারা। পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র জলপাইগুড়ি জেলাতেই ক্ষুদ্র চা-চাষিদের জন্য এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন ব্লকে ১৫টি অত্যাধুনিক ওয়েদার স্টেশন বসানো হয়েছে। এছাড়া ১৫টি মডেল চা-ফার্ম চিন্নিত করা হয়েছে বলে জানান জেলা ক্ষুদ্র চা-চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী।