কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: জমি বিবাদ নিয়ে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার গীতালদহের ভোরাম এলাকায়। ওই ঘটনায় আহত উভয় গোষ্ঠীর দুই সমর্থক। আহতরা হলেন জমসের আলী ও রাজু হক। তারা দুজনে বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের মধ্যে রাজু হকের নামে পুরনো মামলা থাকায় তাকে ইতিমধ্যেই দিনহাটা থানার পুলিশ গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে। অপরদিকে জমসের আলীর অবস্থা সংকটজনক বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু হক গিতালদহ ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাফুজার রহমানের ঘনিষ্ঠ। অপরদিকে জমসের আলী প্রাক্তন প্রধান ও অঞ্চল তৃণমূল সভাপতি আবু আল আজাদের ঘনিষ্ট। ওই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই কোন্দল চলে আসছে।
আহত জমসের আলীর স্ত্রী সায়রা বানু বিবি অভিযোগ করে বলেন,তার স্বামী সম্পূর্ণ নির্দোষ। বর্তমান অঞ্চল সভাপতি মাফুজার রহমানের লোকজন আজ সকালে ভোরাম এলাকায়। তার বাড়িতে গিয়ে বোমাবাজি করে এবং সকলকে মারধর করে। তারপর ভয়ে জমসের আলী বাড়ি ছেড়ে পালিয়ে গেলে তাকে পিছু ধাওয়া করে বাড়ির অদূরে তাকে ধরে এবং মারধর করে।
তবে মাফুজার রহমানের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন বর্তমান অঞ্চল তৃণমূল সভাপতি মাফুজার রহমান। তার পাল্টা অভিযোগ, জমসের আলীর লোকজনেই রাজু হককে মারধর করে এবং তার পায়ে গুলি করে বলে অভিযোগ। সে দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।