তিনটি পৃথক জায়গা থেকে কয়লা বোঝাই গাড়ি আটক।

0
140

সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ- চোরা পথে বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধ ভাবে কয়লা পাচার করছে পাচারকারীরা। কিন্তু কয়লা পাচার রুখতে তৎপর রয়েছে
বীরভূম জেলা পুলিশ। আজ ভোরবেলায় সদাইপুর থানার পুলিশ সদাইপুর থানা এলাকার একাধিক গ্রামের রাস্তা দিয়ে পাচার হওয়া কয়লা আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, সদাইপুর থানার অন্তর্গত সাহাপুর গ্রামের চন্ডীতলা থেকে অবৈধ কয়লা বোঝাই একটি ট্রাক্টর আটক করা হয়। ঐ ট্র্যাক্টরটিতে ৪ টন কয়লা মজুত ছিল। যার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। ট্র্যাক্টরের চালক ও খালাসি সেখ রাজীব ও সেখ কাঞ্চনকে গ্রেপ্তার করে সদাইপুর থানার পুলিশ। দুজনের বাড়ি দুবরাজপুর থানার কান্তোড় গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, দুবরাজপুর থানার ছানুচ গ্রাম থেকে কয়লা বোঝাই ট্রাক্টরটি সিউড়ির দিকে যাচ্ছিল। তখনই সদাইপুর থানার পুলিশ ধাওয়া করে ট্রাক্টরটিকে আটক করে। ধৃত দুজনকে আজ সিউড়ি আদালতে তোলা হয়। সিউড়ি আদালতের বিচারক ধৃতদের জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
অন্যদিকে একই দিনে সদাইপুর থানা এলাকার লিয়াড়া মোড় থেকে অবৈধ কয়লা বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। ঐ পিক আপ ভ্যানটিতে ৬ টন কয়লা মজুত ছিল। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। পুলিশকে দেখেই পিক আপ ভ্যানের চালক ও খালাসি পলাতক। সদাইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
তাছাড়াও সদাইপুর থানা এলাকার সাহাপুর গ্রাম থেকে কয়লা বোঝাই ৪ টি মোটর বাইক আটক করে পুলিশ। ৫ কুইন্টাল করে মোট ২০ কুইন্টাল কয়লা ছিল। যদিও বা পুলিশকে দেখেই মোটর বাইক ফেলে চম্পট দেয় কয়লা পাচারকারীরা। পুলিশ তদন্ত শুরু করেছে।