নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দুটো পয়সা লাভের আশায় এবার রজনীগন্ধা চাষ করে রীতিমতো ক্ষতির মুখে ফুল চাষিরা। রানাঘাট পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে মূলত ফুল চাষ করেই জীবিকা নির্বাহ করেন এক শ্রেণীর চাষী। ডিসেম্বর জানুয়ারি মাসে প্রতিবছরই রজনীগন্ধার চাহিদা থাকে।এই সময় দামও পাওয়া যায় ভালো। কিন্তু এবছর ব্যতিক্রম। একেবারেই চাহিদা নেই রজনীগন্ধার। যার ফলে রীতিমতো সুবিধার সম্মুখীন ফুল চাষীরা। মাঠের ফুল মাঠেই ধরা থাকছে। কেন না বাজারে নিয়ে গেলে উঠছে না রোজের দামও।