নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ধুবুলিয়া থানার অন্তর্গত ঈশ্বর পল্লী এলাকায় রেলের জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন প্রায় দেড়শো-র উপর পরিবার সম্প্রতি রেলের পক্ষ থেকে নোটিশ দিয়া তিনদিনের মধ্যেই উচ্ছেদ করার কর্মসূচি নেয় এবং GCP দিয়ে সমস্ত বাড়িঘর ভেঙে দেয়. প্রায় দেড়শটি পরিবার সহায় সম্বলহীন আশ্রয়হীন হয়ে পড়ে এই শীতের রাতে। এলাকা মানুষের অভিযোগ নোটিশ দেয়া তিন দিনের মধ্যেই এইভাবে বাড়িঘর ভাঙ্গার ফলে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ধুবুলিয়া স্টেশনের পাশের ১৫০টি পরিবার। রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক উজ্জ্বল বিশ্বাস ভোটের সময় ভোট নিতে দেখা যায় কিন্তু বর্তমানে সহায় সম্বলহীন অবস্থায় তাদের পাশে তৃণমূল মেম্বার পর্যন্ত আসেননি। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন এই পরিবারগুলি। এই সহায় সম্বলহীন পরিবার গুলির সাথে দেখা করতে আসেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মেলেনি কোন সরকারি সহযোগিতা মেলেনি কোন অন্যত্র বাসস্থান বর্তমানে খোলা আকাশের নিচে বা কারুর বাড়ির বারান্দার বসে দিন কাটাচ্ছেন এই পরিবারগুলি. তেহট্টে যে কোঅপারেটিভ যে নির্বাচন সেই নির্বাচনের যে জয়লাভ সেই জয়লাভ প্রসঙ্গে তাহলে কি বামেরা তাদের আবার জমির পুনর উদ্ধার করতে পারবে? প্রসঙ্গে বলেন তিনি বলেন সাধারণ মানুষ বুঝতে পারছে, আগামী দিনে মানুষই তার জবাব দেবে। মুখ্যমন্ত্রী কটাক্ষ প্রসঙ্গে রাম বাম শ্যাম এক হয়েছে সেই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কি প্রতিক্রিয়া দিলেন সুজন চক্রবর্তী।
Home রাজ্য দক্ষিণ বাংলা ধুবুলিয়া স্টেশনের পাশে বসবাসকারীর উচ্ছেদের পর খোলা আকাশের নিচে বাস করছেন 150...