নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তির খেলা,পরে শিকার করা। যেহেতু শিকার করা বন্ধ তাই উৎসব টা পালন। পৌষ মাস যায়,মাঘ মাস পরবে সেই সংক্রান্তিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মেতে ওঠে পৌষ সংক্রান্তি উৎসবে। নদিয়া কল্যানী থানার কল্যানী পৌরসভার সতের নম্বর ওয়ার্ডের বীর সিধুনগর এই উৎসব করে আসছে বংশ পরম্পরায়।মূলত এটা সাঁওতাল জাতীদের উৎসব। সকাল থেকে নতুন বস্ত্র পরিধান করে ফাঁকা মাঠে চলে আসে।তৃণে তির ভরে ধনুক হাতে নিয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে লক্ষ্যে একের পর এক তির নিক্ষেপ করে।তার সাথে চলে ধামসা মাদল বাজিয়ে সাঁওতালী নৃত্য।তির নিক্ষেপ শেষ হলে। মুখে শব্দ করে শিকারে যায় বাড়ির পুরুষেরা।বাদ সাধে শিকার করা নিষিদ্ধ।তাছাড়া সেই বন বা জঙ্গল নেই কল্যানী অঞ্চলে।যেটুকু আছে কেটে সাফ করে দিয়েছে।এই কংক্রিটের রাজ্যেত্ব তির কোথায় চালাবে। অগত্যা দুধের স্বাদ ঘোলে মেটায় যশড়া নতুন পাড়া আদিবাসী মানুষরা। খাওয়া দাওয়া নাচ গান করেই ক্ষান্ত দেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।