পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- এবছর নবম তম বর্ষে পদার্পণ করল বর্ধমান শহরের ঐতিহ্যবাহী মাঘ উৎসব। বিগত দুবছর করোনার জন্য ছোট করে মাঘ উৎসবের আয়োজন করা হয়েছিল কিন্তু এবছর নবমতম বর্ষে সাড়ম্বরে আয়োজিত হবে বর্ধমানের মাঘ উৎসব। আজ বর্ধমান টাউন হলে মাঘ উৎসব উপলক্ষে সাংবাদিক বৈঠক করলেন সভাপতি পরেশ চন্দ্র সরকার। সাংবাদিক বৈঠকে পরেশ চন্দ্র সরকার বলেন, এবছর নবমতম বর্ষে পদার্পণ করল বর্ধমানের মাঘ উৎসব। এ বছর আমাদের ট্যাগলাইন শিকড়ের টানে মাটির গানে। সর্বত্র এই মূল মন্ত্র প্রচার হয়েছে। এবছর নামিদামি লোকশিল্পীরা মাঘ উৎসবের মঞ্চ মাতাবেন। একুশে জানুয়ারি থেকে ২৯ শে জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। এবছর মাঘ উৎসবের আনুমানিক খরচ প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকা। একুশে জানুয়ারি উদ্বোধনী দিন থাকছেন বিশেষ অতিথিবৃন্দরা। উদ্বোধন করতে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী উপস্থিত থাকতে থাকতে পারেন উদ্বোধনের দিন। প্রতিবছর ৭ দিন মাঘ উৎসব হলেও এবছর নদিন হবে এই উৎসব।