পৌষালী উৎসব উপলক্ষে সাংবাদিক বৈঠক।

0
176

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পঞ্চম তম বর্ষে পদার্পণ করল বাজেপ্রতাপপুর পৌষালী মিলন উৎসব। বর্ধমান শহরের বুকে এই পৌষালী মিলন উৎসব। বৃহত্তর বাজেপ্রতাপপুর এলাকার সংস্কৃতি, সমৃদ্ধি ও সম্প্রীতির ধারা অটুট রাখতেই বাজেপ্রতাপপুর পৌষালী মিলন উৎসব অনুষ্ঠিত হয়। একুশে জানুয়ারি থেকে ২৭ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে বাজে প্রতাপপুর পৌষালী মিলন উৎসব। এই উৎসব উপলক্ষে করা হলো সাংবাদিক বৈঠক। সাংবাদিক বৈঠকে চার নম্বর ওয়ার্ডের পৌর পিতা নুরুল আলম বলেন, আপনারা সকলে জানেন বৃহত্তর বাজে প্রতাপপুর এলাকায় এই পৌষালী উৎসব মানুষের মানুষের আবেগ প্রবণের উৎসব ও রেলব্রিজের এপারে মানুষের আনন্দঘন মুহূর্ত এই পৌষালী মিলন উৎসব। বিগত দুবছর করনা মহামারীর জন্য করোনা নিষেধাজ্ঞা মেনে আমরা পৌষালী মিলন উৎসব করতে পারিনি। কিন্তু এবছর বর্ধমান শহরের অনেক জায়গায় উৎসব অনুষ্ঠিত সেই পরিপ্রেক্ষিতেই আমরা আবার পৌষালী মিলন উৎসব অনুষ্ঠিত করছি। আপনার এবছর পৌষালী মিলন উৎসবে বর্ধমানের স্থানীয় শিল্পীরা প্রায় ১১০জন গ্রুপ অংশগ্রহণ করছে আমাদের অনুষ্ঠানে। বর্ধমানের স্থানীয় শিল্পীদের এত বড় সংখ্যায় অংশগ্রহণ মনে হয় অন্য কোন উৎসবে আর হচ্ছে না। আমাদের গোটা টিম নিয়ে এবার অনুষ্ঠিত হচ্ছে এই পৌষালী উৎসব। বাজে প্রতাপপুর এলাকার সম্প্রীতির ধারাকে অটুট রাখতে উৎসবের পাশাপাশি আমাদের এই পৌষালীর টিম দুর্গা পুজোতে অংশগ্রহণ করে এবং এই কয়েক বছরে আমরা বর্ধমানের সেরা দুর্গা পূজার মধ্যে স্থান করে নিয়েছি। পৌষালী উৎসবের উদ্বোধনের দিন রাজ্যের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা, বিধায়ক, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত থাকবেন। একুশে ফেব্রুয়ারি উদ্বোধন উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক।আজ সাংবাদিক বৈঠকের পাশাপাশি পৌষালী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য। শোভাযাত্রার আয়োজন করা হয়