দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট হাই স্কুল মাঠে এদিন থেকে শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলা জঙ্গল মহল উৎসব। ১৮, ১৯, ২০ জানুয়ারি তিন দিন চলবে এই উৎসব। উৎসব ঘিরে মেলায় জেলার বিভিন্ন ব্লকের স্টল রয়েছে আদিবাসীদের হাতের কাজ প্রদর্শনী ও বিক্রয়ের জন্য । প্রতিদিন সন্ধ্যায় রয়েছে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার রাহুল দেব, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য পদাধিকারী ও আধিকারিকরা ।
রাজ্যে জঙ্গল মহল উৎসবের ৯ম বর্ষ হলেও, দক্ষিণ দিনাজপুরে এবছর থেকে শুরু হয়েছে। জেলায় জঙ্গল মহল উৎসব শুরু হওয়ায় খুশি দেখা গিয়েছে জেলার আদিবাসীদের মধ্যে।