কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: মাসে ৩০ দিনের কাজ ও সঠিক সময় মাসিক বেতন দেওয়া সহ ১০ দফা দাবিতে জেলা শাসককে স্মারকলিপি দিল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারা। এদিন তারা কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ানের কাছে স্মারকলিপি দেন।
তাদের দাবি গুলি হলো, মাসে ৩০ দিনের কাজ দিতে হবে, কাজের সুনিশ্চিত করতে হবে, সঠিক সময় মাসিক বেতন দিতে হবে, তাদের কোভিড যোদ্দা হিসেবে ঘোষণা করতে হবে,আই কার্ড প্রদান করতে হবে, ইউনিফ্রম দিতে হবে,৬০ বছর পর্যন্ত তাদের কাজ দিতে হবে, মাসে তাদের যেন ২ দিন দেওয়া না হয় সেটা বিষয় সুনিশ্চিত করতে হবে সহ ১০ দফা দাবিতে জেলা শাসককে স্মারকলিপি দেন তারা।
এদিন এবিষয়ে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের এক সদস্য জানান, করোনা পরিস্থিতিতে আমাদের দিয়ে কাজ করিয়েছিল। কিন্তু এখন আমাদের কাজের কোন নিশ্চয়তা নেই। মাসে এক দুই দিন কাজ পাচ্ছি। তাও আবার টাকা ঠিকঠাক দিচ্ছে না। আমরা কোচবিহার জেলায় ১২০ জনের মতো বঞ্চিত সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার রয়েছি। আমাদের মাসে ৩০ দিনের কাজ দিতে হবে, ৬০ বছরের পর্যন্ত আমাদের কাজ করতে দিতে হবে এবং কাজের নিশ্চয়তা সহ ১০ দফা দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করলাম। এরপরেও যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান ওই সংগঠনের সদস্যরা।