মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই রাজ্যপালকে ম্যানেজ করার চেষ্টা করছেন,এগরা থেকে মন্তব্য শুভেন্দু অধিকারীর।

0
192

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বর্তমান রাজ্যপালকে ম্যানেজ করার চেষ্টা করছেন, এবং তিনি মরিয়া, কারণ আগের রাজ্যপাল তথা ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আইন এবং সংবিধানকে ভঙ্গ করার জন্য রাজ্য সরকারকে চেপে ধরেছিল, তাতে এই মুখ্যমন্ত্রীর অনৈতিক কাজে অনেক সমস্যা হচ্ছিল, তাই তিনি প্রথম দিন থেকেই মরিয়া এই রাজ্যপালকে ম্যানেজ করার, বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরায় বিজেপির কর্মী সভায় উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, পাশাপাশি তিনি আরো বলেন বর্তমান রাজ্যপাল যথেষ্ট শিক্ষাবিদ এবং পশ্চিমবাংলা নিয়েও তার ধারণা যথেষ্ট স্বচ্ছ, তার কাজ এবং চলার ধরণ ভিন্ন হতে পারে, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে রাজ্যপালের সঙ্গে মিট করেন, সেখানে রাজ্যপাল বলেন আপনার সিকিউরিটি কমিশন নটিকিফিশন ছাড়া যাবে না, তার কারণ সিকুরিটি কমিশনে যে নাম আপনি মেম্বার করেছেন সেটা সুপ্রিম কোর্ট পারমিশিবাল নয়, আমি আরো বলেন আপনি লোকায়ক যিনি আছেন তাকে এক্সটেনশন দিতে চেয়েছেন, এটাও হবে না, তিনি আরো বলেন আপনি চ্যান্সেলর রাজ্যপাল কে সড়িয়ে মুখ্যমন্ত্রীকে করতে চেয়েছিলেন, এটাও আমি করতে পারব না, কারণ UGC সুপ্রিম কোর্ট ডাইরেক্টর ভাইলেসন আছে, তখন মুখ্যমন্ত্রী সারেন্ডার করেন রাজ্যপালের কাছে আমি লোকায়ুগ প্রত্যাহার করে নিচ্ছি, আপনি আইনগতভাবে সঠিক বলেছেন, মুখ্যমন্ত্রী বলেন আগের রাজ্যপালের সঙ্গে আমার বিরোধ ছিল, তাই আমি তাকে হটিয়েছিলাম, আমি চ্যান্সেলর হতে চেয়েছিলাম, আপনার সঙ্গে আমার কোন বিরোধ নেই তাই চ্যানসেলার নিয়ে আমি কোন জড়াজড়ি করব না, পাশাপাশি অমরত্ব সেনের বক্তব্য নিয়েও কার্যত তাকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা, তিনি বলেন কোভিডের সময় কোথায় ছিলেন তিনি, ভোট পরবর্তী হিংসায় যখন বিজেপি কর্মীদের মারা হয়েছিল এবং হিন্দুদের প্রতি নানান হিংসাত্মক ঘটনা ঘটেছিল তখন তিনি কোথায় ছিলেন, পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান শাসকদলের যে সমস্ত কর্মসূচি গুলো রয়েছে তাই নিউ কার্যত নিশানা করলেন তৃণমূলকে।