জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি সদর ২ নং লোকাল কমিটির পক্ষ থেকে ছাত্রদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবি , নতুন রূটে বাস চালানো ও কিছু প্রয়োজনীয় স্টপেজ দেওয়ার দাবিতে এন বি এস টি সি জলপাইগুড়ি নেতাজি পাড়া ডিপো অফিস ইনচার্জ কে স্মারকলিপি প্রদান করা হয় হয়। শহরের শিরিষতলা মোড় থেকে মিছিল করে ছাত্ররা এসি কলেজের সামনে দিয়ে নেতাজি পাড়া বাস ডিপোতে এসে পৌছায়। এনবিএসটিসি জলপাইগুড়ি ডিপোতে বিক্ষোভ সভা সংগঠিত হয় সভায় বক্তব্য রাখেন জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি কমরেড সাব্বির হোসেন লোকাল কমিটির সম্পাদক মহম্মদ মিঠু এবং জেলা কমিটির সদস্য পাপাই মহম্মদ। এমবিএসটিসি জলপাইগুড়ি ডিপোর ডিপো ইনচার্জ স্বপন সেন ছাত্রদের জানান মার্চ এপ্রিল মাস নাগাদ ছাত্রদের জন্য স্পেশাল কার্ড চালু করার ব্যবস্থা করবেন তারা। প্রসঙ্গত উল্লেখযোগ্য বেশ গত কয়েক বছর ধরে ছাত্রদের থেকে হাফ ভাড়া নিতে চাইছে না এমবিএসটিসির কন্ট্রাক্টার, স্টাফরা তাদের বক্তব্য এনবিএসটিসি কর্তৃপক্ষের দেওয়া স্টুডেন্ট কার্ড থাকলেই তবেই তারা হাত ধরা নেবেন অথচ এন বি এস টি সি কর্তৃপক্ষ স্টুডেন্ট কার্ড বানানো বন্ধ রেখেছে গত কয়েক বছর ধরে। এসএফআই সদর লোকাল ২ এর সভাপতি স্নেহাশীষ বর্মন জানান জেলার দূরদূরান্ত এমনকি পাশের জেলা থেকেও বহু ছাত্র-ছাত্রী জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুল কলেজে পড়তে আসে প্রতিদিন এমবিএসটিসি কর্তৃপক্ষ তাদের হাফ ভাড়া নিতে অস্বীকার করছে দীর্ঘদিন যাবৎ। আগামী দিনে ছাত্রদের জন্য হাফ ভাড়া চালু না হলে তারা আন্দোলনকে আরো তীব্রতর করে তুলবেন।