বালুরঘাট পৌরসভা এলাকায় প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের উদ্যোগে ক্ষোভ ব্যবসায়ীদের।

0
186

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-বালুরঘাট পৌরসভা এলাকায় প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের উদ্যোগে ক্ষোভ ব্যবসায়ীদের। এদিন পৌরসভার কর্মীরা বালুরঘাটের বিভিন্ন বাজারে ক্যারিব্যাগ বন্ধ করতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, পুরসভা আগে ক্যারিব্যাগ উৎপাদন বন্ধে অথবা হোলসেল বন্ধ করার উদ্যোগ নিক। তাহলেই ক্যারি ব্যাগ বন্ধ হবে। অপরদিকে ব্যবসায়ীরা ইতিমধ্যেই পাতলা ক্যারিব্যাগ এর পরিবর্তে ৭৫ মাইক্রন ক্যারিব্যাগ ব্যবহার করছিলেন। কিন্তু পুরসভার নতুন নির্দেশে ১২০ মাইক্রোন ক্যারিব্যাগ ব্যবহারের কথা বলায়, তা নিয়েও ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান। এদিন বালুরঘাট বড় বাজার এবং পাওয়ার হাউস বাজারে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়েন কাউন্সিলর সহ পুর কর্মীরা।

এ বিষয়ে ব্যবসায়ীদের সাথে ফের আলোচনায় বসবেন বলে জানিয়েছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
অপরদিকে বালুরঘাট ব্যবসায়ীর সংঘের সম্পাদক হরে রাম সাহা এবিষয়ে পৌরসভা কে সহযোগিতা করা হবে বলে জানালেও, পাশাপাশি তিনি বলেন, পুরসভা নির্দিষ্ট মাইক্রন এর নিচে ক্যারিব্যাগ উৎপাদন বা বিক্রয় বন্ধ করলে এই সমস্যার সমাধান হতে পারে।