৭৫তম বর্ষ উদযাপন রায়না -১ ব্লক সেহারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের।

0
316

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব বর্ধমান জেলার, রায়না-১ ব্লকের সেহারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশন এর গৌরবময় ৭৫তম বর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বিদ্যালয়কে অন্তরে ধারণ করে ঐতিহ্য ও আধুনিকতা-কে যথোচিত গুরুত্ব দিয়ে, পরম্পরা-কে মর্যাদা দিয়ে এক নতুন দিশার সন্ধান পেতে ১৯জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি ৭৫ বর্ষ উদযাপনে এবং পরম্পরার মিলনউৎসবে সন্মিলিত অনুষ্ঠান চলবে। প্লাটিনাম জুবিলী-২০২৩ এর উদ্বোধক ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক আবুল বাসার, প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্ট প্রতাপ রায়, আই পি এস পূর্ব বর্ধমান জেলা আরক্ষাধ্যক্ষ কামনাশিস সেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট বি ডি এ আইনুল হক, এস ডি পি ও (সদর সাউথ )সুপ্রভাত চক্রবর্তী, সি আই সুব্রত ঘোষ, খণ্ডঘোষ থানার ওসি সুব্রত বেরা, রায়না থানার ওসি সৈকত মন্ডল, সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজি কুতুবুদ্দিন এবং আরও অন্যান্য গুনিজনেরা এবং সেহারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মুজাফফর আহমেদ সহ সহকারী শিক্ষক-শিক্ষিকা, অ্যালামনাই কমিটির সম্পাদক অনন্ত মন্ডল, উৎসব উদযাপন কমিটির সভাপতি শান্তি কারফা, ও বিদ্যালয়ের অশিক্ষক কর্মীবৃন্দরা। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরবর্তীতে প্রভাতফেরি ও পতাকা উত্তোলন করা হয়, পরে উদ্বোধনী অনুষ্ঠান, অতিথি বরণ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী কতৃক সংগীত পরিবেশন, স্মরণিকা প্রকাশ ও স্থায়ী মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি সেলফি জোনের উদ্বোধন করা হয়, উদ্বোধন করেন আই পি এস পূর্ব বর্ধমান জেলা আরক্ষাধ্যক্ষ কামনাশিস সেন। পাশাপাশি বিদ্যালয়ের ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় রশ্মি ব্লাড ব্যাংকের সহযোগিতায়। বিকেল তিনটে নাগাদ মঞ্চস্ত হয় নাটক।