একরাশ আশা নিয়ে মালদা বই মেলায় দোকানীরা।

0
335

নিজস্ব সংবাদদাতা, মালদা- একরাশ আশা নিয়ে মালদা বই মেলায় দোকানীরা। দেশের বিভিন্ন প্রান্তের নামিদামি প্রকাশনীর বই তো রয়েছেন, মালদা জেলা বই মেলায় রয়েছে বিদেশি একাধিক প্রকাশনীর স্টল। সেই স্টলে বিদেশের বই পাওয়া যাচ্ছে। কলকাতার পর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বই মেলা মালদহ জেলা বই মেলা। এই বছর ৩৪ তম বর্ষ। এবার এই মেলায় সব মিলিয়ে একশোটি বইয়ের দোকান রয়েছে। মালদহ শহরের যুব আবাসন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে ৩৪ তম মালদহ জেলা বই মেলা ও প্রদর্শনী। প্রথমদিন থেকেই আশায় বুক বেঁধেছেন বিক্রেতারা।
বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা করা হয় মালদহ জেলা বইমেলার। আগামী ২৬ শে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। প্রতিবছর এই বইমেলায় প্রচুর বই বিক্রি হয়ে থাকে। রাজ্যের একাধিক নামিদামি প্রকাশনী তাদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হন এই মেলায়। শুধু তাই নয় এই মেলায় বইয়ের চাহিদা দেখায় বিদেশি একাধিক পাবলিশারও তাদের স্টল নিয়ে আসেন এখানে। বিক্রি থাকায় প্রতিবছর এই মেলায় আসার চাহিদা বাড়ছে বিভিন্ন প্রকাশনীর। গত বছর পর্যন্ত এই মেলায় ব্যাপক বইয়ের বিক্রি হয়েছে। এবছর সমস্ত কিছু স্বাভাবিক রয়েছে। বড় করে আয়োজন করা হয়েছে মালদহ জেলা বইমেলা প্রদর্শনীর। তাই এ বছর আরো বেশি বই বিক্রির সম্ভমরা রয়েছে এমনটাই জানাচ্ছেন বইমেলায় আসা বিক্রেতারা।