দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে মন্তেশ্বরে মন্ত্রী পার্থ ভৌমিক।

0
146

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- মন্তেশ্বরের ভাগড়া-মূলগ্রাম পঞ্চায়েতের মূলগ্রামে যাত্রাপালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে ও ধর্মরাজ মন্দিরে পুজো দিয়ে শুক্রবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করলেন সেচ ও জলপথ দফতরের মন্ত্রী পার্থ ভৌমিক।মন্ত্রীর সঙ্গে এদিন তৃণমূলের ব্লক সভাপতি আজিজুল হক সহ পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রতিমা সাহা সহ সভাপতি আহমেদ হোসেন শেখ ও অন্যান্যরা এই কর্মসূচিতে অংশগ্রহন করেন।মন্ত্রী এদিন বাড়িতে বাড়িতে গিয়ে এলাকার মানুষের সমস্যার কথা শোনেন।এলাকার মানুষজনও মন্ত্রীকে কাছে পেয়ে এদিন ঘরে ঘরে পানীয় জল না থাকা,এলাকায় পর্যাপ্ত আলো না থাকা সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে ধরেন।এছাড়াও জব কার্ড না পাওয়ার অভিযোগ তোলেন গরীব মানুষেরা।পার্থবাবু সকলের অভাব অভিযোগের কথা শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি স্থানীয় পঞ্চায়েতে বসে একটি বৈঠক সারার পরেই সিজনা-উজনা পঞ্চপাড়া উচ্চ বিদ্যালয়ে যান।মিড ডে মিল সহ ক্লাসে ঢুকে পড়ুয়াদের কোনও সমস্যা রয়েছে কিনা সেই বিষয়ে তিনি জানতে চান।ছাত্রীরা স্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষক না থাকার কথা তুলে ধরলে সেই বিষয়টিও দেখার আশ্বাস দেন মন্ত্রী।এরপরেই সিজনায় দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন।তিনটেয় জনসভা করেন। কর্মীদের বাড়িতে রাত্রিবাস করবেন বলেও জানা গিয়েছে।