পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবাস যোজনার তদন্তে কেন্দ্রিয় প্রতিনিদির ক্ষোভের মুখে একাধিক বিডিও, মুলত তদন্তে গাফিলতির কারনেই কেন্দ্রিয় প্রতিনিধির ক্ষোভের শিকার হতে হচ্ছে তাদের। গতকাল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের বিডিও সানু বক্সি সহ আবাস তদন্ত কারি এক ব্লক অফিসারকে প্রবল ভৎসনার মুখে পড়তে হয়, আজ অর্থাৎ শুক্রবার আবারো তদন্তে বেরিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের ভৎসনার মুখে পড়লেন মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল। কড়া ভাষায় বিডিওকে দুষলেন কেন্দ্রিয় তদন্ত কারি দল। এদিন মহিষাদলের বেতকুন্ডু গ্রামে আবাস তদন্তে একাধিক গাফিলতির কারণ দেখিয়ে ক্যামেরার সামনেই একাধিক প্রশ্নে বিডিও সহ ওই জিপির র্নিমান সহায়ক অসিম নায়েক নামে এক কর্মীকে। মূলত পাকা বাড়ি থাকার সত্ব্যেও পাশের ঝুপড়ি দেখিয়ে আবাস যোজনার নাম নতিভুক্ত করেন করিম আলি নামে এক ব্যাক্তি। অভিযোগ পেয়ে করিম আলির বাড়ি পৌছয় কেন্দ্রিয় প্রতিনিধিরা। সেখানেই ওই ব্যাক্তির পাকা বাড়ি দেখে বিডিওর থেকে যানতে চান কিভাবে তদন্ত করেছিলেন আপনি?? পাশাপাশি করিম আলিকে টাকা দিয়েথাকলে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন কেন্দ্রিয় প্রতিনিধিরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা পূর্ব মেদিনীপুর জেলায় আবাস যোজনার তদন্তে কেন্দ্রিয় প্রতিনিদির ক্ষোভের মুখে একাধিক বিডিও।