জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ির সরকার প্রোষিত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয় অন্যতম বিপ্লবের দিশারী।
বিগত কয়েকবছর ধরে সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয় বিবিধ অনুষ্ঠানের সাথে নতুন বছরের ক্যালেন্ডার তৈরি করে থাকে,,
এবছর ২০২৩ এ সোনাউল্লা প্রাথমিকের নতুন বছরের ক্যালেন্ডার তৈরি করেছে।
আজ সেই ক্যালেন্ডারের উদ্বোধন হল সোনাউল্লা প্রাথমিকের প্রাঙ্গণে।
উদ্বোধন করলেন ১৮ নং পৌর ওয়ার্ডের, সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয় যে ওয়ার্ডে অবস্থিত, সেই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শ্রী উত্তম বোস মহাশয়।
উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ছাত্রদের গার্জিয়ানরা।
বিদ্যালয় সূত্রের খবর, এই ক্যালেন্ডার সোনাউল্লা প্রাথমিকের সকল ছাত্রের মধ্যে বিতরণ করা হবে।
সেই সাথে জেলা শিক্ষাদপ্তর, সার্কেল শিক্ষাদপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তর এবং গণ্যমান্য ব্যাক্তির হাতে তুলে দেওয়া হবে।
সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয় এবছরও পৃথকভাবে সরস্বতী পূজোর আয়োজন করেছে বিদ্যালয়ের ভিতরের মাঠে।
এবছর সোনাউল্লা প্রাথমিকের পূজোর থিম “গ্রাম বাংলা ও হস্তশিল্প “।
এবার সোনাউল্লা প্রাথমিকের পূজা মন্ডপ সজ্জায় হাত লাগিয়েছে বিদ্যালয়ের খুদে শিশুরা, ছাত্রদের গার্জিয়ানরা এবং সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এই পূজোয় শিশুদের তৈরি হাতের কাজ দিয়ে মন্ডপ তৈরি হবে। সেই সাথে সরস্বতী পূজোর দিন সন্ধ্যায় থাকছে শহরের খুদে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।