দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আদিবাসী সংস্কৃতির সাথে সাধারণ মানুষের পরিচয় ঘটাতে রাজ্য সরকারের উদ্যোগে গত নয় বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে জঙ্গলমহল উৎসব। দক্ষিণ দিনাজপুর জেলায় এই বছরই প্রথম এই জঙ্গলমহল উৎসব আয়োজিত হলো। গত 18 জানুয়ারি থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের গতকাল শুক্রবার ছিল শেষ দিন। আর এই শেষ দিনে আদিবাসী সংস্কৃতির সাথে সাধারণ মানুষের পরিচয় ঘটনার পাশাপাশি বর্তমান আধুনিকতার আঘাতে আদিবাসী সংস্কৃতি যাতে লুপ্ত না হয়ে যায় সেই লক্ষ্যে বালুরঘাট হাই স্কুল মাঠে জঙ্গলমহল উৎসবের মঞ্চে আয়োজিত হল আদিবাসী ফ্যাশন শো। মুন্ডা, সান্তালি, বেদিয়া মাহাতো সহ সমস্ত আদিবাসী সম্প্রদায়ের লোকেদের দেখতে পাওয়া যায় সেই সমস্ত সম্প্রদায়ের আদিবাসী পোষাক পরিহিত যুবক যুবতীরা ফ্যাশন শো এ অংশগ্রহণ করে। অভিনব ফ্যাশন শো দেখতে প্রচুর দর্শক ভিড় করে এই ফ্যাশন শো প্রাঙ্গণে।
দক্ষিণ দিনাজপুর জেলায় এই বছরই প্রথম এই জঙ্গলমহল উৎসব আয়োজিত হলো।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2023/01/20230121_124154.jpg)
Leave a Reply