প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : দক্ষিণ সাঁকরাইল বড় পীরতলার মাঘ মাসের মেলা শুরু হল । বহু প্রাচীন এই মেলা, উভয় সম্প্রদায় মেলবন্ধন হয় এই মেলায়। বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা এই মেলায় আসে। প্রতি মঙ্গলবার ও শনিবার এই মেলা বসে। মেলার পসার জমে উঠেছে ভক্তদের আনাগোনায়। মেলা মানে মিলন বন্ধন অর্থাৎ মিলনের তীর্থ ক্ষেত্র এখানে কোন জাত পাতের বিচার নেই । হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ সবাই মেলায় জড়ো হন। জিলিপি, ফুচকা, বাদাম, কুল বিভিন্ন খেলনায় জমে উঠেছে মেলা। অনেক ভক্তগণ মাজারে চাদর এবং শিন্নি দিয়ে মানত করেন তাদের মনস্কামনা পূরণের জন্য। মজার ঠিক উল্টোদিকে ভক্তরা রান্না করে খান নিজ হাতে। আলু শিম ভাতে রান্নার প্রধান উপকরণ। প্রশাসন এবং মেলা কমিটির পক্ষ থেকে শৃঙ্খলা বজায় রাখার তৎপরতা দেখা গেল।