পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শনিবার অর্থাৎ একুশে জানুয়ারি আজ থেকে শুভ উদ্বোধন হলো বর্ধমানের মাঘ উৎসব। নবমতম বর্ষে পদার্পণ করেছে এ বছরের মাঘ উৎসব। পরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এক গৌরবময় উৎসবে পরিণত হয়েছে বর্ধমানের মাঘ উৎসব। এবছর মাঘ উৎসবের ট্যাগলাইন শিকড়ের টানে মাটির গানে। তাই এবছর মাটির গানে মুখরিত হয়ে উঠবে অনুষ্ঠান মঞ্চ, যা আমাদের বাংলার অহংকার। আজ উৎসবের শুভ উদ্বোধনী উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন চেয়ারপারসন কাকুলি তা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাম সংকর মন্ডল,বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী, বর্ধমান পৌরসভার এম সি আই সি প্রদীপ রহমান, এম সি আই সি সুশান্ত প্রামাণিক, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদার, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।