কথা দিয়ে কথা রাখলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী।

0
111


দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- কথা দিয়ে কথা রাখলেন বীরভূম জেলার সিউড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিকাশ রায়চৌধুরি। অবশেষে দুবরাজপুর ব্লকের চিনপাই অঞ্চলের আলিপুর গ্রামে পানীয় জলের বোরিং শুরু হল। গত ১৫ জানুয়ারি “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচিতে এসে চিনপাই অঞ্চলের আলিপুর গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। কার্যত তাঁকে গ্রাম ঢোকার আগেই আটকে রাখেন গ্রামবাসীরা। তাঁদের দাবি ছিল পানীয় জলের। তাই পানীয় জলের দীর্ঘদিনের দাবি পূরণ হয়নি বলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কিন্তু তৎক্ষণাৎ সেখানে দাঁড়িয়ে বিকাশ রায়চৌধুরী আশ্বাস দিয়েছিলেন যে, আগামী দশ দিনের মধ্যে পানীয় জলের ব্যবস্থা করা হবে। তাই সাত দিনের মাথায় পানীয় জলের বোরিংয়ের কাজ শুরু হল আলিপুর গ্রামে। স্থানীয় গ্রামবাসী রফিকুল আলম চৌধুরি জানান, আমাদের গ্রামে দীর্ঘদিন ধরে জলের সমস্যা ছিল। তাই আমরা গ্রামবাসীরা মিলে বিধায়কের কাছে আবেদন করেছিলাম। তিনি দশদিন সময় নিয়েছিলেন। কিন্তু সাতদিনের মাথায় জলের বোরিংয়ের কাজ শুরু হল।