তৃণমূল নেতার বাড়ি ও পার্টি অফিস রেট করা হলে বোমা, বন্দুক সবই পাবেন : দিলীপ ঘোষ।

0
279

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  তৃণমূল নেতার বাড়ি ও পার্টি অফিস রেট করা হলে বোমা, বন্দুক সবই পাবেন, ওগুলো হচ্ছে এখন বোমার কারখানা, নেতারা হচ্ছে তার প্রডিউসার, দিদি বলেছেন কুটির শিল্পর কথা, তাই পশ্চিমবাংলায় একটাই শিল্প চলছে, রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের উদ্যোগে পরীক্ষা নিয়ে চর্চা কর্মসূচির অঙ্গ হিসেবে বিদ্যাসাগর হলে খোলা মঞ্চে আয়োজন করা হয় অঙ্কন প্রতিযোগিতা,এইদিন প্রদীপ প্রজ্জ্বলনেরমাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, জানা গিয়েছে এই প্রতিযোগিতায় জেলার ৭০০ প্রতিযোগী তিনটি বিভাগে অংশগ্রহণ করেছে, এর পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরাবুলের বাড়ির পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ, অন্যদিকে এক দলীয় কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন বুক স্তরে আন্দোলনকে গর্জে দিতে হবে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে, সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন বুক স্তরের আন্দোলনের কথা কেউ বলেনি, দল আন্দোলন করে জনগণের কাছে যাবে, আমরা ইতিমধ্যেই সেই কর্মসূচি গ্রহণ করেছি পঞ্চায়েত ঘেরাও করছি বিডিও অফিস ঘেরাও করছি, অন্যদিকে কেন্দ্রীয় প্রতিনিধির দলের যেই আবাস যোজনা নিয়ে যেই তদন্ত চলছে, সেই বিষয় নিয়ে তৃণমূলের একাংশ বলছে কিছুই তারা পায়নি সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন রিপোর্ট কারা দেখেছে, যদি খুঁজে পেয়েছেন তাহলে সাইনবোর্ড কেন লুকিয়ে দেওয়া হচ্ছে, হাতিতে নাকি সাইনবোর্ড ভেঙে দিয়েছে, বন্যাতে নদীর বাঁধ উড়িয়ে নিয়ে গেছে, এগুলো সব সাধারন মানুষ জানে মানুষই কমপ্লেন করেছে, দেখছেন না একটা করে নেতা জেলে যাচ্ছে বাকিদেরও সময় আছে, অন্যদিকে তৃণমূলের কর্মসূচি দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শতাব্দী রায় কে, সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন সবাইকে বিক্ষোভের মুখে পড়তে হবে।