নিজস্ব সংবাদদাতা, মালদা, ২২ জানুয়ারি:–
বিপুল পরিমাণ নার্ভের ট্যাবলেট সমেত এক যুবককে গ্রেফতার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার রাতে রথবাড়িতে নাকা চেকিংয়ের সময় শহিদুল ইসলাম নামে ওই যুবককে দুহাজার ট্যাবলেট সমেত গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তার মোটরবাইকটিও। ধৃত যুবকের বাড়ি মালদার বৈষ্ণবনগরের তিনশত বিঘা এলাকায়। উদ্ধার হওয়া ট্যাবলেট গুলি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্নায়ুর ওষুধ বলে জানা গেছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।