পরিবারের মঙ্গল কামনায় সূর্য পুজোয় মাতলেন মালদহের মহিলারা।

0
301

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-পরিবারের মঙ্গল কামনায় সূর্য পুজোয় মাতলেন মালদহের মহিলারা। রবিবার দুপুরে মালদা শহরের দক্ষিণ কৃষ্ণপল্লী, সিংপাড়া সহ বিভিন্ন এলাকায় মাটির সূর্য ঠাকুর তৈরি করে পুজো দিলেন মহিলারা। এছাড়াও এই দিন মালদা শহরের বিভিন্ন প্রান্তে সূর্য পুজায় মেতে উঠলেন অনেকেই। জানা গিয়েছে, প্রথা মেনে মাঘ মাসের প্রথম রবিবার এই সূর্য পুজো অনুষ্ঠিত হয়। মাটির সূর্য প্রতিমা তৈরি করা হয়ে থাকে। কলার গাছ সূর্য প্রতিমার মাথার সামনে রাখা হয়। ঘুমন্ত অবস্থায় থাকেন সূর্যদেব। মহিলারা পুজোর আগের দিন নিরামিষ ভোজন করেন। এদিন উপবাস থেকে এই পুজোয় অংশ নেন মহিলারা। পরিবারের মঙ্গল কামনার জন্যই এই পুজো করে থাকেন মহিলারাই বলে জানা গিয়েছে। পুরোহিতের মন্ত্রোচ্চারণে ও ঢাক বাজিয়ে এই পুজো হয়।